[Valid Atom 1.0]
Showing posts with label Ice cream. Show all posts
Showing posts with label Ice cream. Show all posts

Sunday, December 6, 2015

Ario milkaseka recipe

অরিও মিল্কশেক

অরিও মিল্কশেক অনেক সুস্বাদু একটি পানীয়। আপনি বাসায় সহজেই কম সময়ে তৈরি করে নিতে পারেন। আপনি যদি কম মিষ্টি দিয়ে পরিবেশন করতে চান তবে কুকির ক্রিম ও উইপড ক্রিম বাদ দিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এই পরিমাপে ২ জনকে পরিবেশন করতে পারবেন।

প্রয়োজনীয় উপকরণ :
·         ৫টি অরিও কুকি, ১ কাপ দুধ, ২ স্কুপ ভ্যানিলা আইসক্রিম, ১ টেবিল চামচ চকলেট সিরাপ।

সাজানোর জন্য :
·         ২টি অরিও কুকি উইপড ক্রিম বা নিজের পছন্দ অনুযায়ী কিছু রাখতে পারেন।

 
প্রস্তুত প্রণালী:
·         অরিও ছোট ছোট টুকরা করে নিন। ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ঠাণ্ডা করতে চাইলে আপনি বরফ কুচি ব্লেন্ড করে নিতে পারেন। গ্লাসে ঢেলে নিন।


পরিবেশন: উপরে গ্রেট করা অরিও এবং উইপড ক্রিম দিয়ে পরিবেশন করুন।

নোট: চকলেট সিরাপ না দিতে চাইলে ১/৪ চা চামচ কোকো পাউডার  দিতে পারেন। আরো বেশি স্বাদ বাড়াতে চাইলে ভ্যানিলা আইসক্রিম এর সাথে চকোলেট আইসক্রিম মিশাতে পারেন। মিষ্টি করতে চাইলে একটু আইসক্রিম দিন।

Popular Posts

Bangladeshi food Recipe