[Valid Atom 1.0]
Showing posts with label বৈশাখী রান্না. Show all posts
Showing posts with label বৈশাখী রান্না. Show all posts

Monday, April 13, 2015

দম মোরগ বৈশাখী রান্না

উপকরণ:
মোরগ ২টি (দুই কেজি), পেঁয়াজ কুচি ২ কাপ, আদা মিহি কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৪টি, শুকনা মরিচ ফালি ৪টি, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, বেরেস্তা আধা কাপ, গরমমসলা গুঁড়া ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ, দারুচিনি ৪ টুকরা, এলাচি ৪টি, লবঙ্গ ৪টি, তেজপাতা ২টি, হলুদ গুঁড়া আধা চা-চামচ, টমেটো বড় করে কাটা ১ কাপ, লবণ পরিমাণমতো, মাঠা ৬ কাপ, মিষ্টিদই ২ টেবিল চামচ ও সরিষার তেল ১ কাপ।


প্রণালি:
মোরগ পরিষ্কার করে ৮ টুকরা বা পছন্দমতো টুকরা করে হলুদ, লবণ, দই ও মাঠা দিয়ে মাখিয়ে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। হাঁড়িতে তেল, পেঁয়াজ, আদা ও রসুন বিছিয়ে মাংস সমান করে বিছিয়ে দিন। বেরেস্তা ও গরমমসলার গুঁড়া বাদে বাকি সব উপকরণ পর্যায়ক্রমে দেওয়ার পর ১ কাপ পানি দিয়ে ঢেকে দিন। ঢাকনার ওপর গরম পানির হাঁড়ি বসিয়ে ১ ঘণ্টা অল্প জ্বালে রান্না করুন। ঝোল কমে এলে বেরেস্তা ও গরমমসলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন।

বৈশাখী রান্না


মজাদার ইলিশ কোরমায় বৈশাখের পেট

পান্তায় ইলিশ তন্দুরী!

কড়াই ইলিশ

হরেক রকমের ইলিশ রান্না, খুব সহজেই রাঁধুন

ভর্তা ভোজে বৈশাখ

ছানা-সবজির নিরামিষ


গরুর মাংসের কালাভূনায় হয়ে যাক বৈশাখী ভোজ

সরিষা-মাংস ভুনা

বৈশাখী ভোজে চাই ভর্তা, ভাত হোক গরম কিংবা পান্তা

দই-বেগুন বৈশাখী রান্না


দই-বেগুন বৈশাখী রান্না

উপকরণ:
মাঝারি বেগুন দুটি, টকদই আধা কেজি, পুদিনাপাতা বাটা ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, বিটলবণ আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, তেল সামান্য ও হলুদ গুঁড়া সামান্য।
প্রণালি:
বেগুন ধুয়ে পাতলা করে কেটে সামান্য হলুদ, লবণ ও চিনি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। ফ্রাইপ্যানে অল্প তেলে বেগুনগুলো ভেজে নিন। নামিয়ে পরিবেশন পাত্রে বেগুনগুলো সাজান। এবার দইয়ের সঙ্গে বাকি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এটি বেগুনের ওপর ঢেলে দিতে হবে।

বৈশাখী রান্না


মজাদার ইলিশ কোরমায় বৈশাখের পেট

পান্তায় ইলিশ তন্দুরী!

কড়াই ইলিশ

হরেক রকমের ইলিশ রান্না, খুব সহজেই রাঁধুন

ভর্তা ভোজে বৈশাখ

ছানা-সবজির নিরামিষ


গরুর মাংসের কালাভূনায় হয়ে যাক বৈশাখী ভোজ

সরিষা-মাংস ভুনা

বৈশাখী ভোজে চাই ভর্তা, ভাত হোক গরম কিংবা পান্তা

দই-বেগুন বৈশাখী রান্না


মজাদার ইলিশ কোরমায় বৈশাখের পেট

সরষে ইলিশ, ইলিশ মাছ ভাজা তো অনেকই খেলেন। একটু ভিন্ন স্বাদেও রেঁধে দেখুন ইলিশ। তাই আজ দেখবেন ইলিশ কোরমার রেসিপি।
উপকরণঃ
  • ৮ টুকরা ইলিশ মাছ
  •  ৩-৪ কাপ কুচি করা পেঁয়াজ
  •  ১ চা-চামচ রসুন পেস্ট
  •  ১ চা–চামচ আদা বাটা
  •  আধা চা-চামচ জিরা পাউডার
  •  ১ চা-চামচ টক দই
  •  ২-৩ টেবিল চামচ পানি
  •  ৪-৫টা আস্ত থেঁতলে নেওয়া রসুন
  •  ১ চিমটি এলাচ গুঁড়া
  •  আধা কাপ জলপাই  
  •  ৫-৬টা কাঁচা মরিচ (মাঝে কেটে নিতে হবে)
  •  সাজানোর জন্য ধনেপাতা
  •  দেড় চা-চামচ লবণ।
প্রণালিঃ
  • ১ চা-চামচ লবণ দিয়ে ইলিশ মাছের টুকরাগুলোকে ১৫-২০ মিনিট মাখিয়ে রাখতে হবে
  •  এর সঙ্গে যোগ করুন কিছুটা রসুনবাটা ও কাটা পেঁয়াজ
  •  খেয়াল রাখবেন যেন টুকরাগুলোর দুই পাশেই মসলা ভালোভাবে লাগে
  •  একটি গরম প্যানে তেলের মধ্যে কাটা পেঁয়াজ ১০ মিনিট ধরে অল্প আঁচে ভাজুন
  •  এরপর এতে বাকি সব মসলা, পানি ও আধা চা-চামচ লবণ যোগ করুন
  •  ৫ মিনিট মধ্যম আঁচে রান্না করুন
  •  এবার মাছের টুকরাগুলো একটি একটি করে প্যানে দিয়ে দিন
  •  প্রতিটি পাশ ৭ মিনিট ধরে মোট ১৪ মিনিট মধ্যম থেকে অল্প আঁচে রান্না করতে হবে
  •  এ সময় প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন
  •  তেল ওপরে উঠে এলে নামিয়ে ফেলুন
 কাঁচা মরিচ ও ধনে পাতা দিয়ে পরিবেশন করুন।
ইলিশের আরও একটা ভিন্ন এবং মজার রান্না আজ আপনাদের জানিয়ে দিলাম। বৈশাখের আরও রান্না শিখতে আমাদের আগের প্রতিবেদনগুলো দেখুন। সামনে বৈশাখী রান্না নিয়ে আমাদের আয়োজন থাকছে। আমাদের সাথেই থাকুন।
বৈশাখী রান্না


মজাদার ইলিশ কোরমায় বৈশাখের পেট

পান্তায় ইলিশ তন্দুরী!

কড়াই ইলিশ

হরেক রকমের ইলিশ রান্না, খুব সহজেই রাঁধুন

ভর্তা ভোজে বৈশাখ

ছানা-সবজির নিরামিষ


গরুর মাংসের কালাভূনায় হয়ে যাক বৈশাখী ভোজ

সরিষা-মাংস ভুনা

বৈশাখী ভোজে চাই ভর্তা, ভাত হোক গরম কিংবা পান্তা

দই-বেগুন বৈশাখী রান্না


হরেক রকমের ইলিশ রান্না, খুব সহজেই রাঁধুন

লবণ ইলিশের ভুনাঃ

উপকরণঃ
লবণ ইলিশ ২/৪ টুকরা,
পেঁয়াজ কুচি ১/২ কাপ,
হলুদ গুঁড়া ১/২ চা চামচ,
মরিচ গুঁড়া ১ চা চামচ,
তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালিঃ
লবণ ইলিশ ভালো করে বেটে নিন।
বাটা ইলিশের সঙ্গে তেল বাদে সব উপকরণ ভালো করে মেখে নিন।
প্যানে তেল দিয়ে গরম করে মাখানো উপকরণ ছেড়ে দিন।
ভালো করে কষানো হলে সামান্য পানি দিন।
কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখুন।
তেল উপরে উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।

ইলিশ মাছের ভর্তাঃ

উপকরণঃ
ইলিশ মাছ ৪ টুকরা,
শুকনা মরিচ ২/৩টি,
পেঁয়াজ কুচি ১/২ কাপ,
হলুদ গুঁড়া ১/২ চা চামচ,
মরিচ গুঁড়া ১ চা চামচ,
লবণ পরিমাণমতো,
তেল ১/২ কাপ,
কাঁচামরিচ ২/৩ টি।
প্রস্তুত প্রণালিঃ
ইলিশ মাছ লবণ দিয়ে সিদ্ধ করে কাঁটা ফেলে নিন।
সিদ্ধ করা মাছের সঙ্গে হলুদ-মরিচ মেখে নিন।
প্যানে তেল দিয়ে শুকনা মরিচ, কাঁচা মরিচ ফালি, পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভাজুন।
কাটা বাছা মাছ দিয়ে দিন।
ভালো করে কষিয়ে সামান্য পানি দিন।
তেলের ওপর উঠে এলে নামিয়ে পরিবশন করুন।

ভাপানো ইলিশঃ

উপকরণঃ
ইলিশ মাছ ৬ টুকরা,
সরিষা বাটা ১ চা চামচ,
পেঁয়াজ কুচি ১/২ কাপ,
হলুদ গুঁড়া ১/২ চামচ,
মরিচ গুঁড়া ১ চামচ,
কাঁচামরিচ ৬/৭ টি,
তেল ১/২ কাপ,
লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালিঃ
একটি সসপ্যানে মাছ নিয়ে সব উপকরণ এক সঙ্গে মাখিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করুন।
একটি বড় কড়াইয়ে পানি ফুটিয়ে নিন।
ফুটন্ত গরম পানিতে সসপ্যানটি ঢেকে বাসিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিন।
১০ মিনিট পর আস্তে করে মাছগুলো উল্টে দিন।
আবার ১০ মিনিট পর নামিয়ে নিন।
সাজিয়ে পরিবেশন করুন।

ইলিশের দোপেঁয়াজিঃ

উপকরণঃ
ইলিশ মাছ ৬ টুকরা,
পেঁয়াজ কুচি ১ কাপ,
হলুদ গুঁড়া ১ চা চামচ,
মরিচ গুঁড়া ১ চা চামচ,
তেল ১/২ কাপ,
লবণ স্বাদমতো,
কাঁচামরিচ ৪টি।
প্রস্তুত প্রণালিঃ
মাছ ধুয়ে হলুদ, মরিচ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।
প্যানে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিন।
কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

পাতলা ঝোলে ইলিশঃ

উপকরণঃ
ইলিশ মাছ ৮ টুকরা,
পেঁয়াজ বাটা ১/২ কাপ,
হলুদ গুঁড়া ১ চা চামচ,
মরিচ গুঁড়া,
১ চা চামচ,
লবণ পরিমাণমতো,
কাঁচামরিচ ৪/৫টি,
তেল ৪ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালিঃ
মাছ ধুয়ে সব উপকরণ মাখিয়ে পরিমাণমতো পানি দিয়ে (ঝোল পাতলা হবে, সে অনুযায়ী পানি দিতে হবে) চুলায় বসিয়ে দিন।
নামানোর আগে কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
দেখলেনতো? কত সজেই এবারের পহেলা বৈশাখে আপনি ইলিশের কিছু ভিন্ন কিন্তু মজার রান্না করতে পারবেন। বৈশাখের আরও রান্না শিখতে আমাদের আগের প্রতিবেদনগুলো দেখুন। সামনে বৈশাখী রান্না নিয়ে আমাদের আয়োজন থাকছে। আমাদের সাথেই থাকুন।
বৈশাখী রান্না


মজাদার ইলিশ কোরমায় বৈশাখের পেট

পান্তায় ইলিশ তন্দুরী!

কড়াই ইলিশ

হরেক রকমের ইলিশ রান্না, খুব সহজেই রাঁধুন

ভর্তা ভোজে বৈশাখ

ছানা-সবজির নিরামিষ


গরুর মাংসের কালাভূনায় হয়ে যাক বৈশাখী ভোজ

সরিষা-মাংস ভুনা

বৈশাখী ভোজে চাই ভর্তা, ভাত হোক গরম কিংবা পান্তা

দই-বেগুন বৈশাখী রান্না


Popular Posts

Bangladeshi food Recipe