[Valid Atom 1.0]
Showing posts with label Fish. Show all posts
Showing posts with label Fish. Show all posts

Wednesday, December 9, 2015

Hilsa mali curry recipe

ইলিশ মালাইকারি

প্রয়োজনীয় উপকরণঃ
·         ইলিশ ৬-৮ টুকরা
·         পেঁয়াজবাটা ১ কাপ
·         আদাবাটা ১ চা-চামচ
·         পোস্তদানা বাটা ১ টেবিল-চামচ
·         শুকনো মরিচগুঁড়া আধা চা-চামচ
·         কাঁচা মরিচ ৩-৪টি
·         লবণ পরিমাণমতো
·         তেল ১ কাপ
·         নারকেলের দুধ ২ কাপ
·         চিনি স্বাদমতো
·         মালাই (দুধের সর ) ৪ টেবিল-চামচ

প্রস্তুত প্রণালীঃ
·         মাছ ধুয়ে, মাছে সামান্য লবণ মাখিয়ে রাখুন।
·         এবার কড়াইয়ে তেল গরম করে একে একে পেঁয়াজবাটা, আদাবাটা, পোস্তদানা বাটা, মরিচগুঁড়া ও পরিমাণমতো লবণ দিয়ে কষিয়ে নারকেল দুধ ফুটিয়ে নিন।
·         এবার মাছের টুকরো দিয়ে কাঁচা মরিচ ও চিনি ছড়িয়ে ঢেকে দিন। ৫-৭ মিনিট পর মাছের টুকরোগুলো উল্টিয়ে দিয়ে আবারও ঢেকে দিন। ঝোল মাখা মাখা হলে উপরে মালাই দিয়ে নামিয়ে ফেলুন।

Sunday, December 6, 2015

Fish chop recipe

ফিস চপ 

প্রয়োজনীয় উপকরণ:
·         ভেটকি মাছ ৫০০ গ্রাম কাঁটা ছাড়া
·         আলু ২ টা বড় সেদ্ধ করা
·         রসুন কুচি ১২ কোয়া
·         পেঁয়াজ কুচি ২ টা
·         আদা কুচি দেড় ইঞ্চি
·         ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
·         কাঁচা মরিচ কুচি ২
·         লেবু ৪ ভাগ করে কাটা
·         জিরা গুড়া ২ চা চামচ
·         লাল মরিচ গুড়া ১ চা চামচ
·         গোল মরিচ গুড়া ১ চা চামচ
·         লবন স্বাদমত
·         তেল প্রয়োজনমত
·         ডিমের সাদা অংশ ৩ টা
·         ময়দা ১ চা চামচ
·         রুটির গুড়া প্রয়োজনমত

প্রস্তুত প্রণালী:
·         মাছের উপর লেবুর রস দিন সাথে লবন ও লাল মরিচ গুড়া মাখিয়ে ৩০ মিনিট মেরিনেট করুন |
·         কড়াইতে তেল দিন, তেল গরম হলে তাতে সামান্য রসুন কুচি দিন |
·         তারপর এতে পেঁয়াজ কুচি দিন এবং ৪-৫ মিনিট ভাজুন |
·         চুলার আঁচ কমিয়ে বাকি রসুন কুচি আদা কুচি কাঁচা মরিচ জিরা গুড়া দিন এবং আরো ২-৩ মিনিট মধ্যম আঁচে নাড়ুন |
·         মেরিনেট করা মাছ থেকে পানি ফেলে দিন এবং কড়াইতে দিন |
·         পেঁয়াজদের সাথে ভালো করে মেশান এবং মাছটা ভাঙ্গতে দিন |
·         নাড়তে থাকুন মধ্যম আঁচে |
·         ৪-৫ মিনিট ধরে নাড়তে থাকুন যতক্ষণ না মাছ সেদ্ধ হয় |
·         এখন এতে সেদ্ধ ভর্তা আলু ও ধনে পাতা কুচি দিন ভালো করে মেশান এবং ৩-৪ মিনিট রান্না করুন |
·         এখন একটি পাত্রে ঢালুন সাথে ধনেপাতা কুচি ও গোল মরিচ গুড়া মেশান |
·         তারপর এটাকে বলের আকার দিন |
·         ডিমের সাদা অংশ ফেটে নিন এবং ময়দা ও লবন দিয়ে মিশ্রণ তৈরী করুন |
·         কড়াইতে তেল নিন যাতে দুব তেলে ভাজা যাই |
·         মাছের বল গুলোকে ডিমের সাদা অংশে চুবিয়ে নিন তারপর রুটির গুড়া মিশিয়ে নিন |
·         তারপর তেলে উভয় দিকে ভালো করে ভাজুন |
·         সসের দেথে গরম গরম পরিবেশন করুন |

Tuesday, September 16, 2014

Fish Dopeaja মাছের দোপেঁয়াজা

Fish Dopeaja

Fish with onions


This is a very traditional Bangladeshi fish recipe.
Ingredients
  • Fish (preferably small, cut into small pieces) 1 cup
  • Sliced onions: 1/2 cups
  • Red chili powder/paste (red) 1 tsp
  • Turmeric powder/paste 1 tsp
  • Onion paste 2 tbsp
  • Ginger paste 1/8 tsp
  • Black Pepper paste 1/4 tsp
  • Shredded dhania leaves (cilantro) personal taste
  • Scallions/Onion leaves 2 tbsp
  • Oil 1/3 cup
  • Salt 1 tsp
  • Tomato 2 medium
Procedure

  1. Works best with small fish. Out here in the land of non- Bangladeshi fish, try shrimp or any fresh-water fish cut into very small pieces.
  2. After heating the oil add all the powder/paste spices and fry for a couple of minutes. You might add a little bit of water if you are using powders only. Make sure you don’t burn the spices. (Include the onion pastes)
  3. Add the shredded onions and the fish. Add 1/2 cup of water and the salt. Cover the dish and medium-hi heat.
  4. When the water has almost evaporated, add tomatoes, cilantero, and the onion leaves. Heat under low-medium heat till the oil starts to float.
  5. You are done, now eat
মাছের দোপেঁয়াজা

মাছ১ কাপগোলমরিচ,বাটা/৪ চা. চা
পেঁয়াজ,টুকরা/২  কাপপেঁয়াজপাতা/৪  কাপ
মরিচ,বাটা১ চা. চাধনেপাতা,কুচি২ টে. চা
হলুদ,বাটা১ চা. চাতেল/৩  কাপ
পেঁয়াজ,বাটা২ টে. চালবণ১ চা. চা
আদা,বাটা/৮  কাপটমেটো (ইচ্ছা)২ টি

১। শিং,মাগুর,কাইক্যা,শোল,গজার ইত্যাদি যে কোনও মাছ দোপেঁয়াজার জন্য ছোট টুকরা করে এক কাপ নাও।
২। তেল গরম করে সব বাটা মসলা দিয়ে ২০ সেকেন্ড নাড়। পেঁয়াজ ও মাছ একসাথে ছাড়। নেড়ে আধ কাপ পানি ও লবণ দিয়ে ঢেকে দাও।
৩। পানি শুকিয়ে আসলে পেঁয়াজপাতা ,টমেটো ও ধনে পাতা দিয়ে নেড়ে মুদৃ জ্বালে রাখ। তেলের উপর উঠলে নামিয়ে নাও।

Sea Fish dopeyaja সাগরের মাছের দোপেঁয়াজা

Ingredients: উপকরণ:
  • 1 kg fish fresh, fried ১ কেজি তাজা মাছ, ভাজা.
  • 5-6 green chili. ৫-৬ টি কাঁচা মরিচ চিরা.
  • 1  teaspoon red chili powder. ১  চা চামচ মরিচ গুঁড়ো.
  • 1/২  teaspoon turmeric powder.১/২ চা চামচ হলুদ গুঁড়া.
  • 1/2 teaspoon coriander powder. ১/২ চা চামচ ধনে গুঁড়া.
  • 1/ 2 teaspoon cumin powder. ১/২ চা চামচ জিরা গুঁড়া.
  • 1 cup fried onion. ১ কাপ পেঁয়াজ ভাজা.
  • 2 large onion cut. 2 বড় পেঁয়াজ, কাটা.
  • 2 tablespoons  oil.  ২ বড় চামচ তেল .
  • 1 teaspoon ginger,  garlic paste. ১ চা চামচ আদা, রসুন বাটা.
  • Salt to taste. লবণ স্বাদ মত.
  • 1 tablespoon water. ১ টেবিল চামচ পানি.
  • One tea spoon sugar. এক চা চামচ চিনি.
  • Coriander leaves chopped. ধনে পাতা কাটা.
Method: পদ্ধতি:
1. In a pan heat the oil and fry with sugar onion as shown below.  একটি প্যান এ তেল গরম  করুনএবং চিনি দিয়ে পেঁয়াজকে নিচে দেখানো হিসেবে ভাজুন .
2. In a pan add Ginger-garlic paste stir.   আদা, রসুন পেস্ট িদয়ে ভাল করে নাড়ুন.
3. Add chili, turmeric powder, salt ,green chili and water and stir. মরিচ, হলুদ গুঁড়া, কাঁচা মরিচ, লবণ দিয়ে নাড়ুন এবং পানি িদন.
4. When oil start to separates from onion Masala, add the fishes in it. তেল পেঁয়াজ মশলা থেকে আলাদা হতে শুরু হলে , এটিতে মধ্যে মাছ যোগ করুন.
5. Carefully mix fish with the onion masala. সাবধানে পেঁয়াজ মশলার সঙ্গে  মাছ মিশ্রিত করুন.
6. Cover with a lid and let it simmer on medium flame for 4 mins.  একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন  এবং এটি ৪ মিনিটের জন্য মাঝারি শিখার উপর অল্প আঁচে রান্না করুন.
7. Carefully turn each slice and cook for 4 mins with lid.  সাবধানে প্রতিটি টুকরা নাড়ুন এবং ঢাকনা দিয়ে ৪ মিনিট আরো রান্না করুন.
8.  Open lid add  cumin powder,fried onions, coriander leaves stir nicely, and cook for 5 more mins on low heat.  ঢাকনা খুলুন, জিরাগুড়ো,ভাজা পেঁয়াজ, ধনে পাতা দিয়ে  কম তাপের উপর আরো ৫ মিনিটের জন্য রান্না করুন.
9. Once the water is absorbed serve hot with rice or fried rice. একবার পানি শুকিয়ে গেলে ভাত বা পোলাউ এর সঙ্গে গরম পরিবেশন করুন.

মাছের কোরমা Fish Korma

This is a light yet wonderfully fragrant fish recipe.
Korma has its roots in the Mughal cuisine of the Indian subcontinent. It is a characteristic Persian-Indian dish which can be traced back to the 16th century
Classically, a korma is defined as a dish where meat or vegetables are braised with water, stock, yogurt or cream.
Ingredients

  • Fish 1 kg
  • Yogurt 1/2 cup
  • Onion paste 1/2 cup
  • Ginger paste 2 tsp
  • Garlic paste 1 tsp
  • Coriander paste 1 tbsp
  • Cardamom 6
  • Cinnamon, 1″    2 pieces
  • Salt 2 tsp
  • Ghee (oil) 3/4 cup
  • Green chill 6
  • Kewra  2 tbsp
  • Sugar 1 tbsp
  • Lemon juice 1 tbsp
Steps
  1. Use large fish for korma. Do not cut the fish into too small pieces.
  2. Except for the green chillis and kewra, add all the rest of stuff into the cooking dish. Mix well. Heat covered in low heat. Turn over the fish once (be careful). When the water has almost dried up, add the green chilli and the kewra heat for another half hour in very low heat.
  3. When the oil begins to float on top, you are done.

যা লাগবে : মাছ ১ কেজি, (রুই অথবা কাতল) দই আধা কাপ, পেঁয়াজ বাটা, আধা কাপ, আদাবাটা ২চা চামচ, রসুন বাটা ১চা চামচ, হলুদ আধা চা চামচ, ধনেবাটা ১ টেবিল চামচ, এলাচ ৬টি, দারুচিনি ২ টুকরো, লবণ স্বাদমতো, ঘি বা তেল পৌনে এক কাপ, কাঁচা মরিচ ৬টি, চিনি ২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ।

যেভাবে করবেন : মাছ বড় টুকরো করে ধুয়ে কাঁচা মরিচ বাদে সব মসলা, ঘি ও দই দিয়ে মেখে ডেকচিতে করে ঢাকা দিয়ে মৃদু আঁচে রান্না করুন। পানি শুকিয়ে গেলে কাঁচামরিচ দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ চুলায় রাখুন। এবার মাছ ভাল করে কষিয়ে আবার মৃদু আঁচে রাখুন। তেলের উপরে উঠলে নামিয়ে নিন। মাছের কোরমায় কিশমিশ পেস্তা বাদাম দেয়া যায়। কোরমা রান্না করতে দই বেশি টক হলে ২ চা চামচ চিনি দিতে হবে ও লেবুর রস বাদ দিন। আর মিষ্টি দই হলে চিনি বাদ দিন ও লেবুর রস দিন।

টমেটো-চিংড়ি Shrimp with cilantro and tomato

টমেটো-চিংড়ি



Shrimp with cilantro and tomato

This is one of my comfort foods. The taste belies how easy it is to make this dish.
Ingredients

  • 1 lb shrimp, deveined
  • 1 medium onion, thinly sliced
  • 2 cloves of garlic, finely chopped
  • 2 medium tomatoes, finely chopped
  • 2 green chilis, finely chopped
  • 1/4 cup chopped cilantro
  • 1 tsp turmeric powder
  • 1/2 tsp red chili powder
  • 1/4 tsp pepper
  • 1 tsp cumin
  • 1 tsp salt
  • 1 tablespoon cooking oil
  • 1/2 cup water
Steps
  • In a sautee pan, heat oil over medium-high heat
  • Once hot, add the onions and fry until they turn light golden brown
  • Add the garlic and fry an additional 2-3 minutes
  • Add the tomato, cilantro and green chilis and fry for 4-5 minutes until soft
  • Add the turmeric and red chili powder and fry for 2-3 minutes, stirring continuously
  • Add the pepper, cumin and salt and fry an additional 2 minutes
  • Add in the water and stir until it starts to boil
  • Turn the heat down to medium and stir in the shrimp
  • Cook an additional 3 minutes until done
  •  
  • টমেটো-চিংড়ি
যা লাগবে : বড় আকারের চিংড়ি /৬টি, কাপ পেঁয়াজ কুচি, চা চামচ আদা বাটা, টমেটো পেস্ট আধা কাপ, পৌনে চা চামচ রসুন বাটা, আধা চা চামচ ধনে বাটা, লবণ স্বাদমতো, চা চামচ লেবুর রস, টেবিল চামচ দুধ, তেল আধা কাপ, চা চামচ চিনি /৩টি কাঁচামরিচ।
যেভাবে করবেন : তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে নিন। সব মশলা দিয়ে কষিয়ে মাছ ছেড়ে দিন। / মিনিট মাছ কষিয়ে আধা কাপ গরম পানি দিন। নামানোর আগের চিনি, কাঁচামরিচ দিয়ে পরিবেশন করুন।

Popular Posts

Bangladeshi food Recipe