[Valid Atom 1.0]
Showing posts with label Curry. Show all posts
Showing posts with label Curry. Show all posts

Sunday, April 13, 2014

Green banana curry Recipe


Green banana curry 
  • 2 POTATOES, peeled, cubed and cooked 15 minutes
  • 4 GREEN BANANAS, peeled and sliced
  • 1 ONION, chopped
  • 1 TSP TURMERIC
  • 2 GREEN CHILIES, chopped
  • 1/2 TEASPOON CUMIN SEEDS
  • 6 CARDAMOM PODS, split open and use seed
  • 1/2 TSP CINNAMON POWDER
  • 2 TBSP LEMON JUICE
Bring some water to the boil with the turmeric. Cook the banana slices 3 minutes in this water. Fry the onions and the chilies 3 minutes, add the bananas and the potatoes and stir fry 3 minutes more. Stir in the cumin, cardamom, cinnamon and lemon juice.

On 14 December 1971, during the Liberation War, many Bengali pro-liberation intellectuals were executed by the Pakistani army; this is reason for the "Day of  Martyred Intellectuals".Click on culinary calendar for Links between cooking and worldwide history.

Cauliflower and potato curry (Alu kauli ko tarkari Indian recipes)

আলু ফুলকপির তরকারী

উপকরনঃ
উপকরনের নাম পরিমান
ফুলকপি ১ টি
আলু ৪ টি
টম্যাটো ৩ টি
রান্নার তেল ১/৪ কাপ
গুড়া মরিচ ১ চা চামচ
আদা- রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুড়া ৩/৪ চা চামচ
গরম মশলা গুড়া ১ চা চামচ
ধনিয়া গুড়া ২ চা চামচ
জিরা ১ চা চামচ
লবণ স্বাদ মত
রান্নায় ব্যবহৃত তৈজসপত্রঃ
১। রান্নার পাত্র ২। খুন্তি ৩। চাকু বা বটি
পরিবেশযোগ্যঃ
৫- ৬ জনের জন্য।
রান্নার জন্য অনুমিত সময়ঃ ৩০ মিনিট
রান্নার প্রণালীঃ
১। ফুলকপি ছোট ছোট টুকরো করে কাটুন।
২। আলু ও টম্যাটো কিউব করে কাটুন।
৩। পাত্রে তেল ঢেলে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৪। তেল গরম হলে পাত্রে জিরা, আদা-রসুন বাটা দিয়ে ১ মিনিট ধরে নাড়তে থাকুন।
৫। ১ মিনিট পর আলু ঢেলে দিন।
৬। গুড়া হলুদ, গুড়া মরিচ আর লবণ দিয়ে কয়েক মিনিট ধরে নাড়ুন।
৭। এবার পাত্রে টম্যাটো দিয়ে আরও কিছুক্ষণ আঁচে রাখুন।
৮। ফুলকপি দিয়ে ৫ মিনিট আঁচে রাখুন।
৯। এবার আঁচ কমিয়ে দিয়ে পাত্রটি ঢেকে দিন।
১০। ১০-১৫ মিনিট পর রান্না হয়ে যাবে। চুলা বন্ধ করে দিন।

Cauliflower and potato curry (Alu kauli ko tarkari Indian recipes)
  • 1/2 CAULIFLOWER, cut
  • 2 POTATOES, peeled, cooked 5 minutes and cubed
  • 100 GRAM GREEN PEAS
  • 2 CLOVES GARLIC, chopped
  • 2 GREEN CHILLIES, chopped
  • PIECE OF GINGERROOT, grated
  • 1/2 TSP TURMERIC
  • 1/2 TSP CUMIN SEEDS
  • 1/2 TSP GARAM MASALA
  • GREEN CORIANDER, chopped

Fry the cumin seeds for one minute; add the potatoes and fry 4 minutes more. Add the rest of the ingredients except the green coriander, salt to taste and 1/2 cup of water, cover and cook for ten minutes. Sprinkle with green coriander.

Balti fish curry Bangladeshi recipes

নরুর লাইগা ফিস কারি রেসিপি

নরু হুনো......আমার মাছ রান্নার রেসিপি.... 

১। পোরথমেই কিচু পিয়াজ কাইটা তেলে বসাইয়া দিবা। 
২। মাছের আশবাশ ছড়াইয়া ভালা কৈরাধুয়া লবন আর হলুদ মাখাইয়া কিচু খন(৫ মিনিট) রাইখা তেলে ভাজবা। করকরা কৈরা। 

৩। ৫/৬ মিনিট পর পিয়াজ একটু নরম হৈলে রসুন কাটা অর বাটা দিবা ১ বা ২ চা চামচ (পরিমান মতো) 

৪। পিয়াজগুলা আরো নরম হয়া আইলে (হালকা লাল) তাতে হলুদ, মরিচ গুরা (সমান পরিমান আন্দাজ মতো. ...এবং কতটুক খাইবা সেটা আস্তে আস্তে বুঝতারবা কৈলে কাম হৈবো না), লবন দিবা পরিমান মতো। 

৫। একই সময়ে কিচু ধইনা গুড়া, জিরা গুড়া দিতারো তয়মনডাটরি না। তয় আদা দিও না কিন্তুক। আদা খালি মাংসের লাইগা। 

৬। এর পর আধা গেলাস পানি দিয়া কিচুক্ষন কসাইবা। যখন তেল টা ভাইসা আসবো উপরে তখন ভাজা মাছ ছাইড়া দিবা। লগে আলু (ছোটো কৈরা কাটা ) দিতারো। 

৭। একইসাথে হালকা গিরিন ধৈনা পাতা এবং ১/২ টা ছুটো টমেটো স্লাইস কৈরা দিতারো তার পর একগেলাস পানি ঠাইলা। মাঝা মাঝি আচে চুলায় বসাইয়া দাও। কতক্ষন পর পর হালকা নাড়া দিতারো। তয় 
১০/১৫ মিনিটে ই শেষ হয়া যাইতারে রান্না। 

৮ । মোটামুটি বেসিক এইটাই বাকিডা করতে করতে হাত পাকবো।
Balti fish curry Bangladeshi recipes
  • 500 GRAM WHITE FISH FILLET, in large cubes
  • 2 ONIONS, chopped
  • PIECE OF GINGERROOT, chopped finely
  • 2 CLOVES GARLIC, chopped finely
  • 2 GREEN CHILLIES, chopped finely
  • 1 BELL PEPPER, cut
  • 4 TOMATOES, peeled and chopped
  • 1/2 CUP COCONUT CREAM
  • 1/2 TSP TURMERIC
  • HANDFUL GREEN CORIANDER, cut
Fry the onions, garlic, chillies and bell pepper for 5 minutes. Add the fish and the ginger and stir fry 3 minutes more. Add the coconut cream and the turmeric and 1/2 cup of water and simmer for 10 minutes. Add the tomatoes and simmer for 2 minutes. Sprinkle with green coriander.
See also delicious recipes for Tanzanian fish curry, Indian fish curry, and Kerala fish curry.

There are several opinions as to where Balti cooking originates from. Some say from Northern India (including Bangladesh), others say from Baltistan (a republic in Pakistan). The regions are connected, even though less so now than 50 years ago, so probably all are right. However, there are also people who state, that Balti is a term, invented by creative British chefs, and the most famous Balti restaurant is located in Birmingham. The name "Balti" also refers to a special pan, in which the dish is prepared (also called Kahari) and it is also possible to prepare it in a wok or large frying pan; it is a little like curry, even though the preparation time is shorter and it is stir fried. It is meant to be spicy.

Popular Posts

Bangladeshi food Recipe