[Valid Atom 1.0]

Saturday, December 5, 2015

Russian potato salad

রাশিয়ান পটেটো সালাদ

প্রয়োজনীয় উপকরণ:
·         চৌকো করে কাটা সিদ্ধ আলু- কাপ
·         মটরশুঁটি, ফ্রেঞ্চ বিন, বরবটি, ভুট্টা ইত্যাদি যা যা আপনার পছন্দ- / কাপ (সিদ্ধ করে নেয়া, না দিলেও সমস্যা নেই)
·         গাজর, টমেটো, ক্যাপ্সিকাম, আপেল, বীজ ফেলা শশা- / কাপ
·         ডিম সিদ্ধ- টি
·         মেয়নেজ- / কাপ (চাইলে একটু বেশিও দিতে পারেন)
·         চিনি সামান্য
·         লেবুর রস- চা চামচ
·         কমলার রস- টেবিল চামচ
·         গোল মরিচ গুঁড়ো
·         গলিত মাখন- টেবিল চামচ
·         মুরগির বুকের মাংস বা টুনা ফিশ কাপ

প্রস্তুত প্রণালী:
·         সব সবজি আলুর আকারেই কেটে নেবেন। সিদ্ধ করা সবজিগুলো ভালোভাবে ঠাণ্ডা করে নিবেন
·         ডিমের কুসুম দুটি বের করে নিন। তারপর সাদা অংশটিও চৌকো করে কেটে নিন
·         মুরগির মাংস বা টুনা ফিশকে হালকা আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে নিন। ঠাণ্ডা করে টুকরো করুন বা ছাড়িয়ে নিন হাত দিয়ে
·         এবার ডিমের কুসুম দুটি একটি বাটিতে নিন। এর সাথে লেবু কমলার রস, মাখন, চিনি দিয়ে ভালো করে মেশান। কুসুম মসৃণ হলে মেয়নেজ দিন ভালো করে মেশান
·         তারপর আলু, সিদ্ধ সবজি মুরগি/টুনা দিয়ে দিন। এভাবে রেখে দিন ১০ মিনিট
·         পরিবেশনের ঠিক আগে কাঁচা সবজি গোলমরিচ মিশিয়ে পরিবেশন করুন মজাদার রাশিয়ান সালাদ

No comments:

Post a Comment

Popular Posts

Bangladeshi food Recipe